জাফলংয়ে গর্তধসে ৫ পাথর শ্রমিকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ডাউকী নদীর তীরে মন্দিরজুম এলাকায় অবৈধ ভাবে ইসিএ ভূক্ত জায়গায় পাথর উত্তোলনের সময় গর্তধসে ৫ শ্রমিক নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। এক বিবৃতিতে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ, ইসিএ বাস্তবায়ন ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবীও জানানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, অবৈধভাবে পাথর উত্তোলন দিন দিন বেড়েই চলছে। অবৈধভাবে পাথর উত্তোলনের কারণে পরিবেশ ও প্রতিবেশগত অবস্থা এবং জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। অবৈধভাবে পাথর উত্তোলন কালে শাহ আ্রফিনটিলা, জাফলং, বিছনাকান্দি ও লোভাছড়া ও বাংলাটিলাতে ২০১৭ সালের ২৩ জানুয়ারী থেকে … Continue reading জাফলংয়ে গর্তধসে ৫ পাথর শ্রমিকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ